কখনো খুব ভোরে, যদি চোখ মেলে
দেখো আছি বসে, তোমার শিয়রে।
তবে কী হবে বিশ্বাস, নাকি করবে
নজর আন্দাজ।
খুব জানতে ইচ্ছে হয়,
খুব জানতে ইচ্ছে হয়-
আছে কী ভালোবাসা-
নাকি হয়ে গেছে, সব ই ক্ষয়।
খুব জানতে ইচ্ছে হয়-
কখনো ভুল করে, যদি পিছু ফিরে
দেখো- আছি চেয়ে, তোমার পরাণে
তবে কী নেব ওগো, আমার হাত ধরে-
তোমার শহর।
খুব জানতে ইচ্ছে হয়,
খুব জানতে ইচ্ছে হয়-
আছে কী ভালোবাসা-
নাকি হয়ে গেছে, সব ই ক্ষয়।
খুব জানতে ইচ্ছে হয়-
কখনো ফোন কলে, যদি কেউ বলে
আমি গেছি চলে, পৃথিবী পিছু ফেলে
তবে কী তোমার গালে বৃষ্টি হবে
খুব জানতে ইচ্ছে হয়,
খুব জানতে ইচ্ছে হয়-
আছে কী ভালোবাসা-
নাকি হয়ে গেছে, সব ই ক্ষয়।
খুব জানতে ইচ্ছে হয়-
খুব জানতে ইচ্ছে হয়-
আছে কী ভালোবাসা-
নাকি হয়ে গেছে, সব ই ক্ষয়।
খুব জানতে ইচ্ছে হয়-