ভাঙ্গা দেয়ালে/ অস্থির রঙে
খুঁজেছি কত, তোমাকে।
নিয়ন আলো/ পথ দেখাল
গুমরে কাঁদে, বিধাতা।
সমবেদনা, আর সইছেনা
আগুন জ্বলে, বিছানায়।
মরুদ্যানের পথিক আমি
সময় দিয়েছে নির্বাসন।
পথের ধারে আলোর সাজে
সুখ খুঁজেছে একলা মন।
সাজিয়েছি আমি
সব ইচ্ছে দামী
চোখের পাতায় প্রশ্রয়, হাতছানি।
তোমার পথে
ঠিক ভুল জটে
তারার আলোয় আবছা আগামী।
বিকেলবেলা/ আলো অধরা
দোকানঘরের/ সঙ্গতা।
তুলির টানে/ ধূসর জলে
লিখছো নতুন, ইতিহাস ।
প্রতি যুগেই ব্যর্থ আমি
ডুবছি মিথ্যে প্রার্থনায়।
আর্তনাদের শিকল ভারী
মৃত্যু আসুক এই সময়।
সাজিয়েছি আমি
সব ইচ্ছে দামী
চোখের পাতায় প্রশ্রয়, হাতছানি।
তোমার পথে
ঠিক ভুল জটে
তারার আলোয় আবছা আগামী।
কুড়িয়ে যাচ্ছি মিথ্যের সারি
গড়েছি তাসের এই ঘর।
আমি আসব নতুন করে?
সোনারকাঠি ছোঁয়াও তার।
সাজিয়েছি আমি
সব ইচ্ছে দামী
চোখের পাতায় প্রশ্রয়, হাতছানি।
তোমার পথে
ঠিক ভুল জটে
তারার আলোয় আবছা আগামী।