বাতাসে ছিল
একাকিত্বতা
যেদিন তোমার সাথে আমার শেষ দেখা
হোক সে দেখা অদেখা
চোখে বাঁধা গোলকধাঁধা
ক্ষয়ে গেল
সকালের চাঁদটা
তোমার সুরে সুর মিলিয়ে
আমি গান বেঁধেছি
তুমি যে ছিলে আমার লুকোনো রাগিণী
ও প্রিয়
বৃষ্টি থামার কারণ তুমিই তো
আমার সবটুকু
আশা জুড়ে ছিলে তুমি
এ কি রূপকথার সমাপ্তি
শুধু চাই পুরনো দিনগুলো পেতে
কখনো
তুমি আমার ছিলে কি