ডিসেম্বরের শুরুর দিকে এক রাতে
শাহবাগের মোড়ে
তুমি আর আমি একসাথে
প্রচন্ড শীত দু কাপ চা দু হাতে
নিয়ে তুমি এলে
ধীরে ধীরে আমার কাছে
কিছু অকথিত কথা
কিছু লুকোনো বাসনা
গানের সুরে আমরা
দুজনাই আনমনা
আমার সবটুকু
আশা জুড়ে আছো তুমি
একি অনুভূতির আলোড়ন
এ ম্রিয়মাণ রাত
আলোকিত করে দিলে তুমি
একি রূপকথার আগমন
শীতল সে হাত
বাড়িয়ে দিলে আমার কোলে
লাজুক সে হাসি
পারিনি আমি লুকোতে
এগিয়ে যাই ফুটপাথ ধরে ঘরের দিকে
মনে হলো হঠাৎ
ঘর পেয়েছি তোমার মাঝে
কিছু না বলা কথা
কিছু লুকোনো বাসনা
অচেনা পথেও আমরা
আর নই ছন্নছাড়া
আমার সবটুকু
আশা জুড়ে আছো তুমি
একি অনুভূতির আলোড়ন
এ ম্রিয়মাণ রাত
আলোকিত করে দিলে তুমি
একি রূপকথার আগমন
একি অনুভূতির আলোড়ন
একি রূপকথার আগমন
একি এই রাতের আয়োজন
একি অনুভূতির আলোড়ন
একি রূপকথার আগমন
একি এই রাতের আবেদন
আমার সবটুকু
আশা জুড়ে আছো তুমি
একি অনুভূতির আলোড়ন
এ ম্রিয়মাণ রাত
আলোকিত করে দিলে তুমি
একি রূপকথার আগমন