তোমার চাওয়াতে তোমার পাওয়াতে
আমি তোমার
তোমার দুচোখে তোমার ঠোঁটে গালে
আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার
সুর খুঁজে পায়
তোমার চলাতে
স্তম্ভিত শহর থমকে যায়
ও প্রিয়
তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রঙবিহীন
তোমার হাসিতে
আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়
তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দুচোখে
আমি হারিয়ে যাই
কোন এক হেমন্তে সোনালি শহরে
আমি তোমার
গা ভেজা বৃষ্টিতে প্রখর রোদ্দুরে
আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার
সুর খুঁজে পায়
তোমার চলাতে
স্তম্ভিত শহর থমকে যায়
ও প্রিয়
তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রঙবিহীন
তোমার হাসিতে
আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়
তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দুচোখে
আমি হারিয়ে যাই