তুমি বুঝি মনে ভাবো
তোমায় ভালো বাসি বলে
তুমি বুঝি মনে ভাবো
চন্দ্রমুখো না দেখিলে
তোমার চন্দ্রমুখো না দেখিলে
আমি বুঝি মোরে যাবো ও ও ও
তোমায় ভালো বাসি বলে
তুমি বুঝি মনে ভাবো
ঘুঘু চড়বে আমার বাড়ি
উনানে জুটবে না হাঁড়ি
ঘুঘু চড়বে আমার বাড়ি
উনানে জুটবে না হাঁড়ি
ঘুঘু চড়বে আমার বাড়ি
উনানে জুটবে না হাঁড়ি
বৈদ্যেতে পাবে না নাড়ী
বৈদ্যেতে পাবে না নাড়ী
আমি অন্তিম দশায় খাবি খাবো
তোমায় ভালো বাসি বলে
তুমি বুঝি মনে ভাবো
এখুনি ইস্তফা তবে
এখুনি ইস্তফা তবে
যা হবার তা হয়ে গেলো
তুমি যদি না ভালোবাসোতো
তবে আমার বয়ে গেলো
ডাকলে তোমার পাইনা সাড়া আ আ আ
পাইনা সাড়া পাইনা সাড়া
ডাকলে তোমার পাইনা সাড়া
নাইকি কেউ আর তুমি ছাড়া
ডাকলে তোমার পাইনা সাড়া
নাইকি কেউ আর আর তুমি ছাড়া আ আ
এখনো গোঁফজোড়াতে দিলে চাড়া আ আ আ
এখনো গোঁফজোড়াতে দিলে চাড়া
তোমার মতন অনেক পাবো
তোমায় ভালো বাসি বলে
তুমি বুঝি মনে ভাবো
চন্দ্রমুখো না দেখিলে
তোমার চন্দ্রমুখো না দেখিলে
আমি বুঝি মরে যাবো
তোমায় ভালো বাসি বলে
তুমি বুঝি মনে ভাবো
তোমায় ভালো বাসি বলে