ও সে হোক না কালো
আমার ভালো চোখে লেগেছে
ও সে হোক না কালো
আমার ভালো চোখে লেগেছে এ এ
বটগাছের আঠার মতো ও ও
বটগাছের আঠার মতো জড়িয়ে ধরেছে
ও সে হোক না কালো
আমার ভালো চোখে লেগেছে
ও সে হোক না কালো
কালো আমার গিনিসোনা
পরের কাছে আর রাখবো না আ আ আ আ
কালো আমার গিনিসোনা আ আ আ আ
কালো আমার গিনিসোনা
পরের কাছে আর রাখবো না আ আ আ আ
ওগো টেরিকাটা কালো ছোঁড়া পাগল করেছে
আমায় টেরিকাটা কালো ছোঁড়া
টেরিকাটা কালো ছোঁড়া আ আ আ
টেরিকাটা কালো ছোঁড়া পাগল করেছে এ এ এ এ
হোক না কালো আমার ভালো চোখে লেগেছে এ এ এ
ও সে হোক না কালো
আমার ভালো চোখে লেগেছে
বটগাছের আঠা আ আ আ আ
বটগাছের আঠার মতো জড়িয়ে ধরেছে
ও সে হোক না কালো
আমার ভালো চোখে লেগেছে
ও সে হোক না কালো