আর কত করবি রে তুই নাটক
উপর ওয়ালা করবে তোরে আটক
যেতে হবে সব ছাড়িয়া
মহান প্রভুর কাছে
ভোলা মন সেই কথা কি
তোমার স্মরণ আছে
সাজাইয়া খাট পালঙ্ক
রাজার হালে রইলি কত
ডুবিয়া রইলি মোহে
পাপী মন পাপী দেহে
যেতে হবে সব ছাড়িয়া
মহান প্রভুর কাছে
ভোলা মন সেই কথা কি
তোমার স্মরণ আছে
বাড়াইয়া পাপের বোঝা
ভুইলা গেলি নামাজ রোজা
কামাইয়া অর্থ কড়ি
বানাইলি রঙিন বাড়ি
যেতে হবে সব ছাড়িয়া
মহান প্রভুর কাছে
ভোলা মন সেই কথা কি
তোমার স্মরণ আছে