আমি মন্দ বলে ভালোর দলে
ভিরাইলা তরী
তুমি বন্ধু সুখে থাকো
আজীবন সুখে থাকো
আমি না হয় দুঃখেরই চাষ করি
আমি না হয় মন্দ হইয়াই মরি
দূর থাইকা দেখছো আকাশ
নামছে অনেক নিচে
পাইবা কি রে তারই নাগাল
ছোটো যতোই পিছে।
তুমি বন্ধু ভালো থাকো
অন্য কাউরে বুকে রাখো
আমি শুধু এই কামনাই করি
আমি না হয় মন্দ হইয়াই মরি
নদীর ওপার কাশেরই বন
দেখছো যতোই সাদা
কাছে গেলে দেখবে আরেক
ভাঙবে চোখের ধাঁধা।
তুমি বন্ধু সুখে হাসো
সুখের সাগরে ভাসো
আমি শুধু এই কামনা করি।
আমি না হয় মন্দ হইয়াই মরি