দেখতে তাকে জোনাকি আলো ছড়ালো
চাঁদটা নাকি লজ্জাতে মেঘে লুকালো
ইচ্ছেগুলো ঢেউ হয়ে কল্পনা আঁকে
আসে যেন দখিনা বাতাসে মিশে
ক্লান্ত আমি ক্লান্ত এ প্রহর
আবছা আলোয় ডুবেছে শহর
কেন মন ফিরে চায়
একা একা তারই হয়
হারিয়ে নিজেকে ফেরারি আমি
কেন মন ফিরে চায়
একা একা তারই হয়
সুখচোর প্রেম কি দিচ্ছে উঁকি।।
সে যে শরতের মেঘ হয়ে ভেসে যায়--
দিগন্তে রেখে যায় সব স্মৃতি
সেতো গোধূলীর রঙ ছুড়ে এঁকে যায়
নিশি কাব্যে লিখে যায় গীতি
ভাবনাগুলো বুনেছে স্বপ্ন যে রঙ্গিন
পেয়েছে তার আশকারা ছিল বেদুঈন
ব্যস্ততাকে ভুল বুঝি তার কথা ভেবে
আজ আমি তার হবো নিজেকে ভুলে
নির্ঘুম রাত আমায় সপে সুর
আরেকটি ভোর এলোরে আবার...
পোড়ামন তারই হয়
একটু না ফিরে চায়
আমাকে ছেড়েই সে থাকতে রাজি...
পোড়ামন তারই হয়
একটু না ফিরে চায়
সুখচোর প্রেম যে দিয়েছে উঁকি
কেন মন ফিরে চায়
একা একা তারই হয়
হারিয়ে নিজেকে ফেরারি আমি
পোড়ামন তারই হয়
একটু না ফিরে চায়
সুখচোর প্রেম যে দিয়েছে উঁকি।।