এখন ও মাঝে মাঝে, মাঝ রাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে
এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে