মা আমেনার কোলে আসল
জান্নাতী এক ফুল
সেই ফুলের সুবাসে আজ
উম্মাতে ব্যাকুল (২)
তিনি হলেন মায়ার নাবী(২)
রহমতে আলা
ইয়া মুহাম্মদ পেয়ারা নাবী
দরুদও সালাম (২)
তোমার নামে পড়লে দরুদ
দিলে শান্তি পাই
পাইতাম যদি তোমার দিদার
এইনা দুনিয়ায়
তোমার নামে পড়লে দরুদ
দিলে শান্তি পাই
পাইতাম যদি তোমার দিদার
এইনা দুনিয়ায়
স্বপ্নে দেখাও ওগো খোদা (২)
রহমতে আলম ....
ইয়া মুহাম্মদ পেয়ারা নাবী
দরুদও সালাম (২)
আলোর প্রদীপ নিয়ে এলে
তুমি এ ধরায়
জাহেলিয়াত দূর হলো
জগত বিশ্বময়
আলোর প্রদীপ নিয়ে এলে
তুমি এ ধরায়
জাহেলিয়াত দূর হলো
জগত বিশ্বময়
মুক্তি পেল মানবতা (২)
জাগলোযে ইসলাম...
ইয়া মুহাম্মদ পেয়ারা নাবী
দরুদও সালাম (২)
ইয়া মুহাম্মদ পেয়ারা নাবী
দরুদও সালাম