এই শহর
জড়ো হোক
তোমার পদতলে
এই সময়
কেটে যাক
তোমার হিসেবে
(বা কিছু মৃত মানুষে)
লাশে ভরা বাস
লাশে ভরা ট্রাম
লাশে ভরা ট্রেন
রক্তাভ লাল চাঁদ হানা দেয়
ভরে ওঠে
আত্মার চিৎকারে
রক্তে ভেসে যাক সূর্যোদয়
এই মরণ অধিকারে
আমাদের এই শহরে
লাশে ভরা
(হা হা হা হা হা)
কিছু আর্তনাদ
কিছু ভরে ওঠা
রক্তের ছাপ
আত্মা খুঁজে যায় মৃতে
লা লা লা লা লা
লা লা লা লা লা
লা
লা
লা
লাশে ভরা বাস
লাশে ভরা ট্রাম
লাশে ভরা ট্রেন
এই শহর অভিশাপ
এই শহর অনুতাপ
এই শহর লাশের প্রলাপ