বন্ধু তুমি ভাবছো কিসের কথা?
এই বিশ্ব জুড়ে কাদের নীরবতা?
আমার ইচ্ছে করে তেপান্তরে যাই,
এখানে আমার অচেনা গানের
ঠিকানা রাখিনি তাই।
কথা হোক একটুখানি,
মানুষের সালতামামি
লেখা হোক রঙের হিসেব ভুলে,
কথা হোক ছন্নছাড়া,
অসময়ে সময়হারা
কোথাকার খুচরো খবর আনবে তুলে,
আনবে তুলে!
কথা হোক দস্যি দামাল
ডানপিটে এক পাখির মত,
নতুন এক দেশের খোঁজে যাই, উড়ে যাই!
বন্ধু তুমি ভাবছো কিসের কথা?
আমার শরীর জুড়ে তোমার নীরবতা,
আমার ইচ্ছে করে তোমায় ছুঁয়ে যাই,
এখানে আমার আহত গানের
ঠিকানা রাখিনি তাই।
(Cuja, Rafiki!)
কথা হোক গীটার হাতে
অন্ধকারে হাতড়ে চলা,
নতুন এক গানের হদিস যায়, মিলে যায়!
বন্ধু তুমি ভাবছো কিসের কথা?
এই বিশ্ব জুড়ে শুধুই নীরবতা,
আমার ইচ্ছে করে তোমার কাছে যাই।
এখানে আমার অচেনা প্রেমের
নিশানা রাখিনি তাই।।