তোমরা ছিলে আমার ছোট্টবেলার গানের খাতা জুড়ে,
আমার রঙবেরঙের স্বপ্ন হাওয়ায় মেশা,
বেসুরো এই বাচ্চাটাকে আষ্টেপৃষ্টে বেঁধে,
তোমরা ধরিয়ে দিলে বাঙলা গানের নেশা।
দু'টো দেশের দু'টো রাজা,দুই রকমের বাজনা,
তাদের কথায় সুরে হারিয়ে গেলাম।
এই দুই পাগলে হ'লো মেলা বাঙলা গানের পথে,
তাদের কবীর শিবা জানাচ্ছে সেলাম।
একজন দল বানালো গান বাঁধবে বলে,
তার পাগলামিটার বাঁধন নেহাত কম,
ঊর্ধ্বশ্বাসে ছুটলো পাগল মহীনের ঘোড়াগুলি,
নতুন গানের সুরে গৌতম।
এই শহরে যতই মানুষ নতুন যুগের পদ্য লিখুক
রক এণ্ড রোলের বিদ্রোহী ভাষায়,
আজ গাইছে যারা পার্ক স্ট্রীটে বুক ফুলিয়ে,
তারা কিন্তু মণি ছাড়া শূণ্য থেকে যায়।
একটা মানুষ এলো আমার শহর কলকাতায়,
সে যে বললো, "শুধু তোমাকে চাই।"
সে যে একাই এসে পাল্টে দিলো ভাবনাগুলোর ভাষা,
বলি সবার উপর সুমন সত্য, তাহার উপর নাই।
একটা মানুষ সবার চোখে আঙুল দিয়ে চিনিয়ে দিলো
তিন শতকের লজ্জা-অভিমান।
বাঙালীর বুকের ভিতর ডিলান-কোহেন পৌঁছে দিয়ে
শিখিয়ে দিলো হাল না ছাড়ার গান।
দু'টো দেশের দু'টো রাজা,দুই রকমের বাজনা,
তাদের কথায় সুরে হারিয়ে গেলাম।
এই দুই পাগলে হ'লো মেলা বাঙলা গানের পথে,
তাদের কবীর শিবা জানাচ্ছে সেলাম।।