অণ্বেষার নেই ঠিকানা,
নেই স্বপ্ন দ্যাখার নেশা,
আছে মেঘলা নদীর অন্য পারে
ছোট্ট একটা বাড়ি,
আছে বইয়ের তাকে সারি সারি
ধুলোয় ঢাকা গল্প,
আছে ভ্যাপসা চিলেকোঠার ঘরে
বিচ্ছিরি এক আয়না।
আমি তাকেই বলতে গেলাম,
"শোনো, তোমায় ভালোবাসি,"
তবে কেন এমন ঘাবড়ে গেলাম?
কেনই বা তার নীরব ঠোঁটের
কোণায় ঠাণ্ডা হাসি?
আকাশে তোমার গন্ধ ভাসে,
আমি অন্ধ হতে চাই,
আমার শরীর তোমার স্পর্শ খোঁজে,
তোমায়, কেবল তোমায় খুঁজে যায়।
মানুষ বড় একা,
তাই দুঃখ খুঁজে চলে,
কত মিথ্যে শোকে মিথ্যে লোকের
মিথ্যে চোখের জলে
মানুষ দুঃখ খুঁজে চলে
ঢেউয়ের জলে একা একা।
এই অভিমানের স্রোতে কত
মানুষ ভেসে গেলো,
তাদের খবর কেউ রাখে না,
তাদের গল্প কেউ শোনে না,
যাদের কথার কোনো দাম নেই,
তারা যে যার নিজের দুঃখ খুঁজে যায়।
ওরা তোমার জন্য মাতাল,
ওরা অন্ধ হতে চায়,
ওদের রক্তে তোমার দুঃখ,
ওরা তোমায়, কেবল তোমায় খুঁজে যায়।
অণ্বেষার একলা বাড়ি,
সেই মেঘলা নদীর ধারে,
আমার হাত ধরে ঠিক নিয়ে যাবে
অচেনা পথ ধরে,
নদীর জলে আমার আয়না,
একটু রঙীন হলেই ভালো।
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে
কে সাদা কে কালো,
কে বা ধূসর ধুলোয় কাঁদে,
কে বা সবুজ হতে চায়,
কার গানের খাতা খালি,
কে বা যত্ন করে স্বপ্ন খুঁজে যায়।
আকাশে তোমার গন্ধ ভাসে,
আমি অন্ধ হতে চাই,
আমার আঙুল তোমার স্পর্শ খোঁজে,
তোমায়, কেবল তোমায় খুঁজে যায়।।