দ্যাখো কত মানুষের ভিড়,
আজ চেনা রাস্তায় অচেনা ভয়
উঁকি মারে।
আমিও ভেসে চলি,
আর সবার অগোচরে ভিড়ে মিশে যাই,
ব্যর্থ অভিসারে।
দ্যাখো ধোঁয়াটে সকাল,
কোনো অবকাশ নেই চোখের জলের,
চিৎকারের,
তুমিও খুঁজে চলো,
যদি শরীরের স্তূপে আমাকেই চোখে পড়ে যায়
এই আঁধারে।
যা কিছু, যা কিছু
ভেসে গেছে, জ্বলে গেছে
ধোঁয়াশায়...
আকাশ যখন জ্বলছে তখন
মানুষ বাঁচতে চায়,
এই মানুষগুলো মরে গেলো,
তাতে কার কী আসে যায়?
চেনা হাত, চেনা দিনরাত,
চেনা স্বপ্নের ঘাত-প্রতিঘাত,
চেনা পিছুটান, চেনা অভিমান,
চেনা পাখিদের সুরে চেনা গান,
চেনা কথা,
তবু অচেনা আগুন,
আমি রাস্তা খুঁজে যাই!
চেনা স্বাদ, চেনা প্রতিবাদ,
চেনা বৃষ্টিতে ভেজা চেনা ছাদ,
চেনা দোষ, চেনা আফশোস,
চেনা ক্ষিধে পেটে চেনা আক্রোশ,
নীরবতা...
দ্যাখো জ্বলছে আকাশ,
আমি ভেসে যেতে চাই!
চেনা দিন, চেনা আস্তিন,
চেনা রঙে রঙে হ'লো বেরঙীন,
চেনা অভিশাপ, চেনা সন্তাপ,
চেনা ভুল হয়ে গেলে ক'রো মাফ,
চেনা হাওয়া,
আমি ডানা মেলে
তোকে খুঁজে নিতে চাই!
চেনা ঘর, চেনা অক্ষর,
চেনা শেষবার বলা "চুপ কর!"
চেনা আয়না চিনতে চায়না,
চেনা অবুঝ মনের বায়না,
চলে যাওয়া...
দ্যাখো জ্বলছে আকাশ,
আমি ভেসে যেতে চাই!