শীতল মেঘে ঘন ধোঁয়ায়
তোমার স্মৃতির ছোঁয়া
কালো রাতে আঁধারে
খুজে যায় আমি তোমায়
আজ নেই অধিকার তোমার হাত ধরার
তোমাকে কাছে পাওয়ার
আমার মনের সেই চিন্তা ও চিৎকার
তোমাকে কাছে না পাওয়ার
তোমাকে জড়িয়ে ধরে আমি যে থাকবো আকাশে
থাকবো যে জড়িয়ে ধরে তোমাকে ভালোবেসে
আজ নেই অধিকার তোমার হাত ধরার
তোমাকে কাছে পাওয়ার
আমার মনের সেই চিন্তা ও চিৎকার
তোমাকে কাছে না পাওয়ার
তোমার হাতে হাত রেখে বলেছিলাম আমি তোমায়
হৃদয়ে যত সুর আছে সব-ই দিয়ে দিলাম তোমায়
আজ নেই অধিকার তোমার হাত ধরার
তোমাকে কাছে পাওয়ার
আমার মনের সেই চিন্তা ও চিৎকার
তোমাকে কাছে না পাওয়ার