সাত আকাশের প্রাচীর ছিঁড়ে
স্বর্গীয় কোলাহলের মাঝে
পথ দেখাও আমায়
তোমার উল্কোর আলোয়
সাত আকাশের প্রাচীর ছিঁড়ে
স্বর্গীয় কোলাহলের মাঝে
পথ দেখাও আমায়
তোমার উল্কোর আলোয়
বাঁধনে বেঁধে নাও তারার আলোয়
শূন্য আকাশে যেন ছড়িয়ে দিয়েছে
সাদা চাঁদ কালো রাতের
শূন্যতার মাঝে কায়াহীন
চলে যাওয়ার আগের দিনের
তোমার সাথে মুহূর্তগুলো
মনে পড়ে যায়
কেন তুমি চলে গেলে
হাতের জটটি ছেড়ে দিয়ে
কেন কষ্ট দাও
তোমার উল্কোর আলোয়
তোমায় দেখি চুপটি করে
ঠোঁটের মধ্যে জমে থাকা
গল্পগুলো আজ স্মৃতির হয়ে
তুমি আজ সামনে নেই বলে
হাসোনা আর একটু করে
স্বপ্নে আজো দেখি তোমায় নিয়ে
এই স্বপ্ন স্বপ্ন হয়ে রয়ে গেল
শূন্য আকাশে চেয়ে
হাজার তারার মাঝে
আমাদের লেখা গল্প দেখি
আলো জ্বলে না আর আমার মনে
বৃষ্টিতে আজ আমি একা
বসে দেখি তোমার ছবি
সাত আকাশের প্রাচীর ছিঁড়ে
তোমায় আমি খুঁজি সারাক্ষণ
স্বর্গীয় কোলাহলে এই আমার মন
কারণ আজ নেই তুমি
নেই তুমি
নেই তুমি
নেই তুমি
নেই তুমি
তুমি