আধাশত ধূলিকণার পরে
ভেসে উঠবে শক্ত প্রাচীর
ওপাশ থেকে শুনতে পাবে
মানুষখেঁকো পিশাচের হাসি (হা হা হা)
এই শহরে কেউ নেই
কেউ ঘর হারা
কেউ ঘর ছাড়া
আবার কেউ ঘর ছাড়িয়ে
বেঁচে আছে বেশ অট্টালিকায়
গাছেদের কোন মান নেই
গাছেদের কোন প্রাণ নেই
আমাদের কোন নাম নেই
মানুষের কোনো খাম নেই ।।
সারি সারি দেহ
বাড়ি বাড়ি ঘর
প্রাণ নেই, কারো প্রেম নেই
রংহারা কোন মানুষের
সাদাকালো এক নগরে
কারি কারি টাকা
দামি দামি ধন
সুখ নেই কোনো হুশ নেই
কামড়ে খাচ্ছে পিশাচের দল
অসহায় মানুষের ।।
ঘন কালো কুয়াশায় ঘেরা এক
ফেঁসফেঁসে নগরী
মুখোশের আড়ালে লুকিয়ে আছে
কত না জানা সত্যি
এই শহরে কেউ নেই
কেউ ঘর হারা কেউ ঘর ছাড়া
আবার কেউ ঘর পুড়িয়ে
মিশে গেছে কোনো ধূলিকণায় ।।
আমি কিনবো বাজার থেকে
মনুষত্বের মুকুট
আমি গাইবো তোমার আমার
খুন হয়ে যাওয়া গান ।।
সারি সারি দেহ
বাড়ি বাড়ি ঘর
প্রাণ নেই, কারো প্রেম নেই
রংহারা কোন মানুষের
সাদাকালো এক নগরে
কারি কারি টাকা
দামি দামি ধন
সুখ নেই কোনো হুশ নেই
কামড়ে খাচ্ছে পিশাচের দল
অসহায় মানুষের ।।