কালো মেঘে সাঁঝ কইরাছে পরান তো মানে না
সাবধানে চালায়ও তরী নাও যেন ডুবে না বা
নাইয়া , নদীর কুল পাইলাম না
অরে , ও সুজন নাইয়া, নদীর কুল পাইলাম না
ঢাকা শহরে প্রেম বাজারে প্রেমের বেচা কেনা
মদনগঞ্জের মহাজন মারা ঐ ঘাটে লাগাইয়া না বা
নাইয়া ,নদীর কুল পাইলাম না
ভেবে রাধারমন বলে নদীর পারে বইয়া
পার হইমু পার হইমু কইরা আমার দিন তো গেলো গইয়া বা
নাইয়া, নদীর কুল পাইলাম না