হবিগঞ্জের জালালী কইতর, সুনামগঞ্জের কুড়া
সুরমা নদীর গাংচিল আমি শূইন্যে এএএএ
শূইন্যে দিলাম উড়া
শূইন্যে দিলাম উড়া রে ভাই আাাাাই
যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি
কইলকাত্তার উপর,
তোমরা আমায় চিননি...
তোমরা আমায় চিননি
ডানা ভাইঙ্গা পড়লাম আমি
কইলকাত্তার উপর।
হাওরের পানি নাইরে হেথায় নাইরে তাজা মাছ
বিলের বুকে ডানা মেইলা
নাইরে হিজল গাছ বন্ধু
নাইরে তাজা মাছ ।
তবু নিদহারা নগরের পথে , রাইতের দুপুরে
মরমিয়া ভাটিয়ালী আমার গলায় জুরে ।
তোমরা আমায় চিননি...
তোমরা আমায় চিননি
ডানা ভাইঙ্গা পড়লাম আমি
কইলকাত্তার উপর।
এই সুরে আছেরে বন্ধু অশত্থ বটের ছায়া
এই সুরে বিছাইয়াদেরে শীতল পাটির মায়া বন্ধু
অশত্থ বটের ছায়া ।
এইনা সুরের পালের দোলায় খুশির হাওয়া বয়
এই সুরের দৌলতে আমি জগৎ করলাম জয় ।
তোমরা আমায় চিননি...
তোমরা আমায় চিননি
ডানা ভাইঙ্গা পড়লাম আমি
কইলকাত্তার উপর।
হবিগঞ্জের জালালী কইতর
সুনামগঞ্জের কুড়া,
সুরমা নদীর গাংচিল আমি
শূইন্যে শূইন্যে দিলাম উড়া,