চাইর চিন্ঞ্জে পিঞ্জিরায় বান্ধি মোরে করলায় বনধ রে
বন্ধু নির্ধনি আর ধন
কেমনে পাইমু রে কালা তোর দর্শন
সমুদ্রের জল উঠে বাতাসের জোরে
আর, অবরো হইয়া ফেরে পবনের ভরে
আর মাটিতে পড়িয়া শেষে সুমুদ্রুরে যাই
জাতিতে মিলাইয়া জাতি তরঙ্গ খেলায় রে
বন্ধু নির্ধনি আর ধন
কেমনে পাইমু রে কালা তোর দর্শন
তুমি আমি আমি তুমি জানিয়াছি মনে
আর বিচিতে ধরিয়া গাছ বিচি ধরি কেনে
আর দুই হইতে এক হইলো পিরিতের কারণ
আর সেই অবধি আশিকের দিল করে উচাটন রে
বন্ধু নির্ধনি আর ধন
কেমনে পাইমু রে কালা তোর দর্শন
ফরিন্দা জানোয়ার যদি কোনো এক কালে
জ্ঞাতি ছাড়া বন্ধ হয় শিকারিয়ার জালে
আর কেমনে জিন্দেগী কাটে বন্ধ খানায় তার
আর আশিক হইয়া করো তুমি মাশুকের বিচার রে
বন্ধু নির্ধনি আর ধন
কেমনে পাইমু রে কালা তোর দর্শন
পাগল অরকুমে কয় মাশুক বানিয়া
দুহাং পাতাইয়া থুইচোন উলুরে গাঁথিয়া
আহারো করিতে যদি না চাইতো মন
আর না লাগিত প্রেমের ল্যাঠা না হয়তো মরণ রে
বন্ধু নির্ধনি আর ধন
কেমনে পাইমু রে কালা তোর দর্শন