একটু প্রকাশ করো...
একটু প্রকাশ করো...
বুকের ভেতর যত হাহাকার
শোঁ শোঁ শব্দ
জানতে দাও মনের কষ্ট
আমিও যে দুঃখী তোমার-ই মত
ভয় কোরোনা জানি আমি
নিষ্ঠুর নিরস্রু
একটু প্রকাশ করো...
একটু প্রকাশ করো...
আমিও যে কাঁদতে চাই
চোখের জলে ভাসতে চাই
তোমার কাছে আসতে চাই...
ভরসা করো
ভরসা করো...
বিষন্ন নিথর অনুভবের চেয়ে
কান্না যে, অনেক ভালো
ধূসর রঙ্গিন, মরিচীকার চেয়ে
এই পৃথিবী...
হোক কালো
হোক কালো
হোক কালো
হোক কালো...