এভাবেই সবাইকে ফিরে যেতে হয়
নাট্যমঞ্চের অভিনয়ে দেখা দিচ্ছে ক্ষয়
একগোছা টাকার গদিতে শুয়ে লাগছে ভয়
অযথা মিথ্যা প্রতিশ্রুতির অপচয়
পোড়া কালো চামড়ায় আরও উপচে পড়ছে রোদ
পেনের নিবে সুইসাইড করে কবি নিচ্ছে প্রতিশোধ
এভাবেই সবাইকে ফিরে যেতে হয়
নাট্যমঞ্চের অভিনয়ে দেখা দিচ্ছে ক্ষয়
একগোছা টাকার গদিতে শুয়ে লাগছে ভয়
অযথা মিথ্যা প্রতিশ্রুতির অপচয়
পোড়া কালো চামড়ায় আরও উপচে পড়ছে রোদ
পেনের নিবে সুইসাইড করে কবি নিচ্ছে প্রতিশোধ
জানলা দিয়ে আকাশ দেখা ছেলেটা
নিজেকে ভাবছে নির্বোধ
তুমি কি পারবে আদৌ এ পরিবর্তন করতে রোধ ?