বলো দুর্গা
মাই কি জয়
আরে বলো
দুর্গা মাই কি জয়
আমাদের ঘরে মা
এসেছে ফিরে
উৎসবের মরশুম
তাই আনন্দে ভরে
দেখো দেখো
মা এলেন আবার
সারা শহর জুড়ে
খুশির জোয়ার
মা এলো ঘরে
আজ খুশির আকাশ
পুজোর সুরে ভরে
ভোরের বাতাসে
দুঃখ ভুলে চল
আনন্দে গাই
দুর্গা নামেতে মোরা
জীবন জুড়ায়।
চরণে মায়ের সব
প্রণাম জানাই
দেবীর মুখে দেখি
হাসির রোশনাই।
আঁধার কেটেছে
মন আলোতে ভরে
নতুন পুজোর দিন
আহ্বান করে
মা এলো ঘরে
আজ খুশির আকাশ
পুজোর সুরে ভরে
ভোরের বাতাসে
দুঃখ ভুলে চল
আনন্দে গাই
দুর্গা নামেতে মোরা
জীবন জুড়ায়।
মনের আঙিনাতে মায়ের প্রবেশ
পুজোর উৎসবে মাতে গ্রাম থেকে দেশ
মা এলো ঘরে
আজ খুশির আকাশ
পুজোর সুরে ভরে
ভোরের বাতাসে
দুঃখ ভুলে চল
আনন্দে গাই
দুর্গা নামেতে মোরা
জীবন জুড়ায়।