নিয়ন আলোয় ভেজা
এক অচেনা শহরে
হাতে হাত রেখে
হেঁটে চলেছি সুদূরে
নিয়ন আলোয় ভেজা
এক অচেনা শহরে
হাতে হাত রেখে
হেঁটে চলেছি সুদূরে
এক পশলা ভেজা হাওয়া
ছুঁয়ে যায় তোমার এলো চুলে
না বলা কত কথা
বলতে চাই মনের ভুলে
এক পশলা ভেজা হাওয়া
ছুঁয়ে যায় তোমার এলো চুলে
না বলা কত কথা
বলতে চাই মনের ভুলে
এ যেন কোন পুরনো বইয়ের
পাতা থেকে উঠে আসা
নতুন প্রেমের আহবান
এ যেন কোন পুরনো গিটারে
নতুন সুরে সাজানো
কোন পুরনো প্রেমের গান
এ যেন কোন পুরনো বইয়ের
পাতা থেকে উঠে আসা
নতুন প্রেমের আহবান
এ যেন কোন পুরনো গিটারে
নতুন সুরে সাজানো
কোন পুরনো প্রেমের গান
নিয়ন আলোয় ভেজা
এক অচেনা শহরে
হাতে হাত রেখে
হেঁটে চলেছি সুদূরে
নিয়ন আলোয় ভেজা
এক অচেনা শহরে
হাতে হাত রেখে
হেঁটে চলেছি সুদূরে
এক পশলা ভেজা হাওয়া
ছুঁয়ে যায় তোমার এলো চুলে
না বলা কত কথা
বলতে চাই মনের ভুলে
এক পশলা ভেজা হাওয়া
ছুঁয়ে যায় তোমার এলো চুলে
না বলা কত কথা
বলতে চাই মনের ভুলে
এক পশলা ভেজা হাওয়া
ছুঁয়ে যায় তোমার এলো চুলে
না বলা কত কথা
বলতে চাই মনের ভুলে