জীবনে আজ কি প্রথম এল বসন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত জীবনে
নবীন বাসনা ভরে হৃদয় কেমন করে
নবীন জীবনে হল জীবন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত জীবনে
সুখভরা এ ধরায় মন বাহিরিতে চায়
কাহারে বসাতে চায় হৃদয়ে
কাহারে বসাতে চায় হৃদয়ে
তাহারে খুঁজিব দিকদিগন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত জীবনে
যেমন দখিনে বায়ু ছুটেছে কি জানি কোথায় ফুল ফুটেছে
তেমনি আমিও সখী যাব না জানি কোথায় দেখা পাব
কার সুধাস্বর মাঝে জগতের গীত বাজে
প্রভাত জাগিছে কার নয়নে
কাহার প্রাণের প্রেম অনন্ত
তাহারে খুঁজিব দিকদিগন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
জীবনে আজ কি প্রথম এল বসন্ত জীবনে