আকুল কেশে আসে চায় ম্লাননয়নে কে গো চিরবিরহিনী
আকুল কেশে
নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘোরে
বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে
সুখশয়নে মম প্রভাতস্বপনে
আকুল কেশে আসে
শিহরি চমকি জাগি তার লাগি
শিহরি চমকি জাগি তার লাগি
চকিতে মিলায় ছায়াপ্রায় শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকাননে
আকুল কেশে