চাঁদেতে গ্রহণ লাগে- জোয়ারেতে লাগে টান
ঘুমেতে স্বপ্ন জাগে - ঘুমেতেই অবসান
শব্দরা আসে যায়, তবুও পায়না ভাষা
আলসে হেসে উঠে কেঁপে ওঠে কার ছায়া
দিন ভাসে আঙ্গিনায় মৌনতা জমে ওঠে
তোমারই পদধ্বনি বেজে যায় কার আভাসে
চাঁদেতে গ্রহণ লাগে জোয়ারেতে লাগে টান
ঘুমেতে স্বপ্ন জাগে ঘুমেতেই অবসান
রোদে তে মাতামাতি চুপিসারে একা একা
বাতাসে ভিজে সাড়া আনমনে প্রেম শেখা
জোছনায় একা একা খালি পায়ে হাসাহাসি
কোথাও কী ভুল ছিল দুজনাই পাশাপাশি
চাঁদেতে গ্রহণ লাগে ....... ঘুমেতেই অবসান