আমি তার লাগি উতলা হায়
তার লাগি উতলা
যার কথা মনে আসে
যার সুর দাগ কেটে যায়
আমি তার লাগি উতলা হায়
আমি তার লাগি উতলা
যার কথা মনে আসে
যার সুর দাগ কেটে যায়
সে যে নিয়ত আসে যায়
নিয়ত নিয়ে যায়
তার ঘর দূর সীমানায়
সে যে নিয়ত আসে যায়
নিয়ত নিয়ে যায়
তার ঘর দূর সীমানায়
যদি স্বপ্নই বলো তবে
যদি স্বপ্নই বলো তবে
স্বপ্নেরও ফল হবে
স্বপ্ন সত্যি তো হয়
সে যে নিয়ত আসে যায়
সে যে নিয়ত আসে যায়
নিয়ত নিয়ে যায়
তার ঘর দূর সীমানায়
সে যে নিয়ত আসে যায়
নিয়ত নিয়ে যায়
তার ঘর দূর সীমানায়
তার অঙ্গ কমল যেন স্বর্ণ বরণ হেন
স্বপ্নকে অঙ্গে জড়ায়
এমন রূপের রাশি এমন মধুর হাসি
রাত যেন দিন হয়ে যায়
তার এমন রূপের রাশি
তার এমন রূপের রাশি এমন মধুর হাসি
রাত যেন দিন হয়ে যায়
সে যে নিয়ত আসে যায়
নিয়ত নিয়ে যায়
তার ঘর দূর সীমানায়
সে যে নিয়ত আসে যায়
নিয়ত নিয়ে যায়
তার ঘর দূর সীমানায়
তার দৃপ্ত নয়নবাণী তৃপ্ত বয়বখানি
অন্তরে ঝড় তুলে যায়
বিষাদে বিমল সাজি তৃষিত নয়নরাজি
ক্লান্তিতে দুঃখ ভোলায়
তার দৃপ্ত নয়নবাণী
তার দৃপ্ত নয়নবাণী তৃপ্ত বয়বখানি
অন্তরে ঝড় তুলে যায়
সে যে নিয়ত আসে যায়
সে যে নিয়ত আসে যায়
সে যে নিয়ত আসে যায়
নিয়ত নিয়ে যায়
তার ঘর দূর সীমানায়
সে যে নিয়ত আসে যায়
নিয়ত নিয়ে যায়
তার ঘর দূর সীমানায়
সে যে নিয়ত আসে যায়
নিয়ত নিয়ে যায়
তার ঘর দূর সীমানায়