Back to Top

Abhishek Bhattacharyya - Milon Lyrics



Abhishek Bhattacharyya - Milon Lyrics




হয়তো কোনো অন্য পৃথিবীর নাম না জানা দেশে
মিথ্যে হবে সব পরিসর দমকা হাওয়ায় ভেসে
তার ব্রাজকের এক দোতারা
বাজবে সুরে পীর ফকিরা
তার দোহায় হবে গ্রন্থি জোড়া
হয়তো কোনো অন্য পৃথিবীর নাম না জানা দেশে ।

থাক, উঠোনে আলতা পা
বিনুনি শিউলি ফুল
সিঁথি জুড়ে ভরে দেয়া আগামীর অঙ্কুর ।

থাক, ইশ লেট জিভ কাটা
অভিমানে দুই কুল
নৌকোতে ফের ভাব - বেসুরো গানের সুর ।

আমি দ্বারে কেন ঘর খুঁজি জানো কি পথিক ?
এই সমাজের রীতি করে ভার
জানি পাঁচ ভাগে প্রেম হয় সম্ভোগ সার
কিছু মিলনের দহনই বিচার ।
যদি ঝড় আসে
বাসুকীর শ্বাসে
ওঠে রিক্ত হওয়ার হলাহল
যেন এক কোণে
ভীরু আনমনে
আমি তোর গর্ভে হবো জল ।

সংরাগেতে লাল করে দেব নীলিমা
অন্ধকার বেঁধে দেব সময়সীমা
রাত্রি হবে ভোর,
সঙ্গ পেলে তোর ।

হয়তো কোনো অন্য পৃথিবীর নাম না জানা দেশে
মিথ্যে হবে সব পরিসর দমকা হাওয়ায় ভেসে ,
তার ব্রাজকের এক-দোতারা
বাজবে সুরে পীর ফকিরা
তার দোহায় হবে গ্রন্থি জোড়া
হয়তো কোনো অন্য পৃথিবীর নাম না জানা দেশে ।
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


Bengali

হয়তো কোনো অন্য পৃথিবীর নাম না জানা দেশে
মিথ্যে হবে সব পরিসর দমকা হাওয়ায় ভেসে
তার ব্রাজকের এক দোতারা
বাজবে সুরে পীর ফকিরা
তার দোহায় হবে গ্রন্থি জোড়া
হয়তো কোনো অন্য পৃথিবীর নাম না জানা দেশে ।

থাক, উঠোনে আলতা পা
বিনুনি শিউলি ফুল
সিঁথি জুড়ে ভরে দেয়া আগামীর অঙ্কুর ।

থাক, ইশ লেট জিভ কাটা
অভিমানে দুই কুল
নৌকোতে ফের ভাব - বেসুরো গানের সুর ।

আমি দ্বারে কেন ঘর খুঁজি জানো কি পথিক ?
এই সমাজের রীতি করে ভার
জানি পাঁচ ভাগে প্রেম হয় সম্ভোগ সার
কিছু মিলনের দহনই বিচার ।
যদি ঝড় আসে
বাসুকীর শ্বাসে
ওঠে রিক্ত হওয়ার হলাহল
যেন এক কোণে
ভীরু আনমনে
আমি তোর গর্ভে হবো জল ।

সংরাগেতে লাল করে দেব নীলিমা
অন্ধকার বেঁধে দেব সময়সীমা
রাত্রি হবে ভোর,
সঙ্গ পেলে তোর ।

হয়তো কোনো অন্য পৃথিবীর নাম না জানা দেশে
মিথ্যে হবে সব পরিসর দমকা হাওয়ায় ভেসে ,
তার ব্রাজকের এক-দোতারা
বাজবে সুরে পীর ফকিরা
তার দোহায় হবে গ্রন্থি জোড়া
হয়তো কোনো অন্য পৃথিবীর নাম না জানা দেশে ।
[ Correct these Lyrics ]
Writer: Abhishek Bhattacharyya
Copyright: Lyrics © Phonographic Digital Limited (PDL)




Performed By: Abhishek Bhattacharyya
Language: Bengali
Length: 4:40
Written by: Abhishek Bhattacharyya
[Correct Info]
Tags:
No tags yet