চারিপাশে চেয়ে দেখো ব্যস্ততা ,
তোমাকে শোনার কেউ নেই ,
ধূলোবালি জমা করে যা কিছু গড়ে তোলা -
ঝড় এলে উড়ে তা যাবেই ।
চারিপাশে হাসিমুখে সমঝোতা ,
দুঃখের আর্দ্রতা কই ?
ভাবছ কষ্টে তুমি একা একা লড়ে যাবে -
জেনো তা ভাবছে সবাই ।
তবে কেনো আজো তুমি আসছ না ?
মত্ত এ জীবনে কোথাও -
ভোরের চায়ের কাপে , গলে যাওয়া বিস্কুটে
ভালবাসা ভরে দিয়ে যাও ।
তবে কেনো আজো তুমি আসছ না ?
মত্ত এ জীবনে কোথাও -
ভোরের চায়ের কাপে , গলে যাওয়া বিস্কুটে
ভালবাসা ভরে দিয়ে যাও ।
নিজেকে বিকিয়ে চলা সর্বদা -
একেই কি বলছ জীবন ?
কালো দিয়ে সাদা করা নাটকের অঙ্কে -
পর্দাটা ফেলো না এখন ।
সত্যকে দেখে কেনো যাও দূরে ?
নোংরা হওয়ার এত ভয় ?
অতীতের অভ্যেসে কি দারুণ মানিয়েছে
প্রত্যহ করা অভিনয় ।
রন্ধ্রে রন্ধ্রে এসো ইন্দ্রিয়ে ,
রক্তের কণায় কণায় ,
ধ্বনিতে ধ্বনিতে হোক মিলে মিশে একাকার -
তোমার আমার হৃদয় ।
রন্ধ্রে রন্ধ্রে এসো ইন্দ্রিয়ে ,
রক্তের কণায় কণায় ,
ধ্বনিতে ধ্বনিতে হোক মিলে মিশে একাকার -
তোমার আমার হৃদয় ।
ভীষণেতে বেঁচে আছি আমরা ,
ভীষণেই বাঁচবো আরও ,
এই কটা দিন এসো , সব কিছু ভুলে গিয়ে
চুপিসারে হাতটা ধরো ।
ভীষণেতে বেঁচে আছি আমরা ,
ভীষণেই বাঁচবো আরও ,
এই কটা দিন এসো সব কিছু ভুলে গিয়ে
চুপিসারে হাতটা ধরো