মিটে গেছে অনেক দিনের
তোমার সঙ্গে আমার ঋণের হিসেব ।
তবুও দেখি হচ্ছে জমা
ক্রমাগত বাড়া -কমা
আক্ষেপ ।
তবু করছি স্মরণ
আনমনা মন
মৃতের মতো বাঁচা
এ জীবন ।
জীবন মানে তো অতিক্রমণ
তার ভাবনার আর নেই প্রয়োজন
ভীষণ ভাবে চাওয়া পরিবর্তন
তবু করছি স্মরণ
আনমনা মন
কেন ভরছে নয়ন ?
বন্ধকীর গুপ্ত দলিল
স্মৃতির সদরে করছে দাখিল
ইতিহাস ।
স্বত্ব সমান তোমার আমার
বিরোধ মানে চলার থামার
অবকাশ ।
তবু করছি স্মরণ
আনমনা মন
মৃতের মতো বাঁচা
এ জীবন ।
জীবন মানে তো অতিক্রমণ
তার ভাবনার আর নেই প্রয়োজন
ভীষণ ভাবে চাওয়া পরিবর্তন
তবু করছি স্মরণ
আনমনা মন
কেন ভরছে নয়ন ?
তবু করছি স্মরণ
আনমনা মন
কেন ভরছে নয়ন ?