ওই দূর দেখা যায় আমার সেই দেশ
ওই দূর দেখা যায় আমার সেই দেশ
আজ রক্তে রক্তে যে দেশ ভেসে যায়
ওতে কত লোক ডুবে যায় ভেসে যায় হায়
আর তারি মাঝে এই প্রাণ শুধু বলে যায়
ওই দূর দেখা যায় আমার সেই দেশ
ওই দূর দেখা যায় আমার সেই দেশ
কত জননী করেছে দাহ শিশুকে চিতায়
তবু ধর্ম ছাড়েনি ধ্বজা কাঁদেনি ব্যাথায়
কেউ চোখেতে রাখেনি চোখ ঘোর স্পর্ধায়
ওই দূর দেখা যায় আমার সেই দেশ
আজি লেগেছে বায়ুতে সেই দেশেরও রেশ
ভাই জয় করো করো জয় সব মহাক্লেশ
আমি চেয়েছি চেয়েছি ভাই ওই ওই দেশ
আমি দেখেছি দেখেছি ভাই ওই ওই দেশ
আমি পাবো গো পাবো গো ভাই ওই ওই দেশ ।