কারো স্মৃতি আজও তোমায় শীতল করে
কাউকে তুমি এখন চাইছো ফিরে
মিশে গাছে সে আজ বহু দূরে
কতকালের গল্পকথা
দেয় উপহার নীরবতা
আকাশেতে উল্কি কাটে কল্পনারা ।
এতো স্মৃতি আমার ঘরে
রাখবো কোথায় যত্ন করে ?
আকাশেতে উল্কি কাটে কল্পনারা ।
ভেবেছি গদিতে, মোহরে, গরাদে বাঁধে যে সব
বুঝিনি পথের মাটিই রোখে পথের রথ ,
তবু নিশাচর আনে যে ভেট
মোড়কে সাজিয়ে মৃত আবেগ
খুলে দেখি আজও জেগে প্রহরীরা ।
খুলে দেখি আজও জেগে প্রহরীরা ।
কারো স্মৃতি আজও ক্ষতে আঁচড় কাটে
কাউকে তুমি এখন চাইছো ছুঁতে
মিশে গেছে সে আজ গোধূলিতে ।
কতকালের গল্পকথা
দেয় উপহার নীরবতা
আকাশেতে উল্কি কাটে কল্পনারা ।
এতো স্মৃতি আমার ঘরে
রাখবো কোথায় যত্ন করে ?
আকাশেতে উল্কি কাটে কল্পনারা ।