জানি রোজ ভিড়ে যখন খুঁজি নিবিড়
যদি নেই কাছে কি ঝড় ওঠে গভীর
সব স্রোত খোঁজে পারের আপন স্নেহ
ছুঁতে পায় কজন চরের চিকন দেহ
তুমি জানো কি এভাবেই
বৃষ্টি নামে আকাশে
তার কিছু জলকণা
কারো মন ছুঁয়ে আসে
তারা এভাবেই ভাসিয়ে দেয় সুদূর
জানো নগরের ভিড়ে বাঁচে কত সত্তা
তারা ভাবে অভিমানে দেবে কড়িকাঠে প্রাণ
তবু কিসের শপথ
দেয় বাঁচার রসদ তার হিসেবে রাখেনি বুঝি কেউ
তাই আমি ভাবি নয় অনুনয় সংশয়
কোনো আগমনী গানে হবে শ্রাবণের ক্ষয়
কোনো অজেয় উপায়ে নেবে বর্ষা বিদায়
কোনো চর ছোঁবে কুলহারা ঢেউ
তুমি জানো কি এভাবেই
বৃষ্টি নামে আকাশে
তার কিছু জলকণা
কারো মন ছুঁয়ে আসে
তারা এভাবেই ভাসিয়ে দেয় সুদূর