পথেতে জমেছে কত না বলা গোপন কথা
ক্ষত দিয়ে ক্ষত কিনে লিখেছি ভুলেরও গাথা,
আলেয়া আলেয়া আজকে আপন করো
যা আছে গোপনও মম বক্ষে ধারণ করো,
সুন্দর করো মোরে, সুন্দর হে
তুমি সুন্দর করো মোরে, সুন্দর হে ।
বীজ কিছু সময়ের উড়েছে দমকা চুলে
রেণুতে রেণুতে দোল লেগেছে হাওয়ার ভুলে
তবে কেন মঞ্জরী ন্যুব্জ আপন ভারে
গমনেতে শৌর্য কি থাকে না শিরের পরে ?
অক্ষয় করো মোরে, অক্ষয় হে
তুমি অক্ষয় করো মোরে, অক্ষয় হে ।
গ্রহণই আপন করে
গ্রহণেতে সব ঢাকে ,
আপনও করেছি যাকে -
কেড়ো না পথের বাঁকে ।
মোহনেতে মন ভোলে
মোহনাতে সব জলে ,
অতলের তল যেন টলে না
তোমার ছলে ।
বিয়োগে শপথ দিয়ো
বিজয়ে দু চোখ ভরে,
দহনে শোধন কোরো মূর্খ অহংকারে,
নির্মল করো মোরে, নির্মল হে
তুমি নির্মল করো মোরে, নির্মল হে ।
সুন্দর করো মোরে, সুন্দর হে
তুমি সুন্দর করো মোরে, সুন্দর হে ।
অক্ষয় করো মোরে, অক্ষয় হে
তুমি অক্ষয় করো মোরে, অক্ষয় হে ।